মেহেরপুর জেলার আয়তন কত

আমাদের আজকের আলোচনার বিষয় মেহেরপুর জেলার আয়তন কত।

মেহেরপুর জেলার আয়তন কত:-

মেহেরপুর জেলা ২৩.৪৪° থেকে ২৩.৫৯° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৪° থেকে ৮৮.৫৩° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা। এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চুয়াডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

বর্তমানে এ জেলায় ০৩টি উপজেলা, ০৩টি থানা, ০২টি পৌরসভা (১টি ‌‍’ক’ শ্রেণীর, ১টি ‘খ’ শ্রেণীর), ১৮টি ইউনিয়ন, ১৯৯টি মৌজা, ২৫৯টি গ্রাম রয়েছে।

 

মেহেরপুর জেলার আয়তন কত
আমঝুপি নীলকুঠি – মেহেরপুর জেলা

 

উপজেলা

  • মেহেরপুর সদর উপজেলা
  • মুজিবনগর উপজেলা
  • গাংনী উপজেলা

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পৌরসভা

  • মেহেরপুর পৌরসভা
  • গাংনী পৌরসভা

যোগাযোগ ব্যবস্থা

পূর্বে নদীপথে চলাচল থাকলেও বর্তমানে নদীগুলোর মৃতাবস্থায় তা বন্ধ হয়ে গেছে। বর্তমানে সড়কপথে সারাদেশের সাথে সংযুক্ত। পাকা সড়ক প্রায় ১৪২.২৫ কিলোমিটার, কাঁচা সড়ক ৭৮৫৮ কিলোমিটার, রেলপথ ১৫৯ কিলোমিটার ও নদী পথ ২২৩ কিলোমিটার। রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সাথে পাকা সড়ক যোগাযোগ রয়েছে। মেহেরপুরে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা এখনো চালু হয়নি। সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গা থেকে রেলপথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়া যায়।

 

মেহেরপুর জেলার আয়তন কত
আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন – মেহেরপুর জেলা

 

আরও পড়ুূনঃ

Leave a Comment