প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মেহেরপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মেহেরপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশে- উদ্যোগ নিয়ে আজ জেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মেহেরপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ-উদ্যোগ গ্রহণ করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষ- কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ-উদ্যোগ নিয়ে আলোচনা করেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান এড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ^াস, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ-উদ্যোগ নিয়ে ১০টি গ্রুপ ভিত্তিক আলোচনায় হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক অংশগ্রহণ করে।

 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

আরো পড়ুনঃ

Leave a Comment