মেহেরপুরে স্বর্ণ চোরাচালান মামলায় সাবেক মেম্বার মনজুর রহমান মজনু কারাগারে,মেহেরপুরে সোনা চোরাচালন মামলার আসামি মেহেরপুর -সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার- মনজুর রহমান মজনু কারাগারে । রবিবার দুপুরের দিকে মনজুর রহমান মজন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস তার জসমিন নামমঞ্জুর করে আদালতে পাঠাবার নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। মনজুর রহমান মজনু মেহেরপুর -সদর উপজেলার শুভরাতপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় বসবাস করতেন।
মেহেরপুরে স্বর্ণ চোরাচালান মামলায় সাবেক মেম্বার মনজুর রহমান মজনু কারাগারে
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় শিব মন্দিরের সামনে থেকে ৬ পিচ স্বর্ণের বারসহ কামিজ ফাতেমা লিপি এবং মাসুদ নামের দুই ব্যক্তিকে আটক করেন।
ওই মামলায় সাবেক- মেম্বার মনজুর রহমান মজনু সন্দীগ্ন আসামী। সোমবার দুপুরের দিকে মজনুর রহমান মজনু আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।
আরও পড়ুন:
