Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত স্বামী-সন্তান আহত

সড়ক-দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত স্বামী-সন্তান-আহত,দ্রুতগতির একটি ড্রাম লরির চাকায় পিষ্ট হয়ে মোছা. শামীমা ইসলাম কণা (৫৩) নামে এক স্কুল শিক্ষিকা-নিহত।

 

 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত স্বামী-সন্তান আহত

এই দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা শামীমার স্বামী ফিরোজ আহমেদ এবং একমাত্র কন্যা প্রাপ্তি ইসলাম আহত হয়েছে। নিহত শামীমা ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন । সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের  উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষকের কন্যা, স্বামীসহ নিজ গ্রাম করমদি থেকে মোটরসাইকেল যোগে গাংনী উপজেলা শহরে আসছিলেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় দ্রুতগতির বালিভর্তি ড্রাম লরি পিছন থেকে ধাক্কা দিলে শিক্ষক শামীমা মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। লরির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যাওয়াতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন- ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ড্রাম ট্রাকটি শনাক্ত পূর্বক আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

 

আরো পড়ুনঃ

Exit mobile version