Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান।

 

আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন – মেহেরপুর জেলা

 

মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-

মেহেরপুর জেলার স্বাক্ষরতার হার ৫৩.৬ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার ৫১ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৫৬.২ শতাংশ। মেহেরপুরে সরকারি কলেজ রয়েছে ৪টি, বেসরকারি কলেজ ১২টি, কারিগরি শিক্ষাকেন্দ্র ৬টি, কলেজিয়েট স্কুল ৫টি, সরকারি উচ্চ বিদ্যালয় ৩টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ১১৪টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯৬টি, নন-রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৭টি এবং মাদ্রাসার সংখ্যা ৬০টি। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ, গাংনী সরকারি কলেজ, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার নাম মেহেরপুর সদর গাংনী মুজিবনগর সর্বমোট
কলেজ সরকারি 2 1 1 4
বেসরকারি এমপিও 2 1 3
নন-এমপিও
স্কুল সরকারি 2 1 1 4
বেসরকারি এমপিও 31 46 11 88
নন-এমপিও 6 19 4 29
মাদ্রাসা সরকারি
বেসরকারি এমপিও 7 5 2 14
নন-এমপিও 4 5 2 11
বেসরকারি স্কুল এন্ড কলেজ বেসরকারি এমপিও 3
নন-এমপিও
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সরকারি 1 1
বেসরকারি এমপিও 2 2
নন-এমপিও
বেসরকারি স্কুল এন্ড কলেজ                       এমপিও 3 3
                      নন-এমপিও

 

আমঝুপি নীলকুঠি – মেহেরপুর জেলা

 

আরও পড়ূনঃ

Exit mobile version