Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুরে হেডলাইট দেখে ৩টি হাতবোমা ফেলে পালায় ডাকাত দল, পরে উদ্ধার

মেহেরপুরে হেডলাইট দেখে ৩টি হাতবোমা ফেলে পালায় ডাকাত দল, পরে উদ্ধার

রাশেদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানালেন, “আমরা ছয়জন মিলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একটি মোটরসাইকেল কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম। রামকৃষ্ণপুর এলাকায় একটি কালভার্টের ওপর দাঁড়িয়ে ছিল চার-পাঁচজন ডাকাত। একসাথে তিনটি মোটরসাইকেলের হেডলাইট দেখে তারা পুলিশ মনে করে বোমা ফেলে দ্রুত পালিয়ে যায়।”

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে। রাশেদুজ্জামান আরো বলেন, ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি হাতবোমা উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক ডাকাত দল। একসাথে তিনটি মোটরসাইকেল দেখে তারা পুলিশ ভেবে বোমাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া তিনটি হাতবোমা লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল এবং সেগুলো থানায় এনে নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুত করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানিয়েছেন, “ডাকাতি করার উদ্দেশ্যে ওই ডাকাত দল কালভার্টের ওপর অবস্থান করছিল। তাদের অপতৎপরতা রুখতে পুলিশ অভিযান চালাচ্ছে। বোমাগুলো সম্ভবত আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার বা এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ফেলা হয়েছিল।”

আরও দেখুন:

Exit mobile version