মেহেরপুরে হত্যা মামলায় একজনের ৮ বছরের কারাদণ্ড,মেহেরপুরে গাংনী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সুমন (৩৫) হত্যা মামলায় আব্দুল আওয়াল নামের একজনকে আট বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।মঙ্গলবার (২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী শহিদুল হক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

মেহেরপুরে হত্যা মামলায় একজনের ৮ বছরের কারাদণ্ড
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার থেকে বাইসাইকেল যোগে ফেরার পথে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন ওই গ্রামের রিফিউজি পাড়ার আবুল জাহার কাশেমের ছেলে আব্দুল আওয়াল ও কাচারি পাড়ার কিয়ামত আলীর ছেলে শামিরুল ইসলামসহ কয়েকজন। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে গাংনী থানায় আবদুল আওয়াল ও শফিকুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আজ সাক্ষ্য শেষে আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক।

আরও পড়ুন:
১ thought on “মেহেরপুরে হত্যা মামলায় একজনের ৮ বছরের কারাদণ্ড”