মেহেরপুরে বাবা ও ছেলে – বাবার বয়স যখন ২৫ দিন সেদিন তার ছেলের জন্ম। এখানে ছেলে থেকে বাবা মাত্র ২৫ দিনের বড়। ঘটনাটি অবিশ্বাস্য এবং অবাস্তব হলেও জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড অনুযায়ী এমন অনাকাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায় মেহেরপুর জেলা সদরের বাসিন্দা মো. আহসান হাবিব ও তার বাবা মো. তাজুল ইসলামের ক্ষেত্রে।
মেহেরপুরে বাবা ও ছেলে এর বয়সের ব্যবধান ২৫ দিন!
তাজুল ইসলামের প্রকৃত জন্ম ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সে হিসাবে তার বর্তমান বয়স ৬৫ বছর চলমান হওয়ার কথা। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার জন্ম ১৫ জুন ১৯৮২। সে হিসাবে তার বয়স এখন ৪৫ বছর। পেশায় রিকশাচালক বয়োবৃদ্ধ তাজুল ইসলাম বয়স্কভাতা পাচ্ছেন না জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি যুবক হওয়ার কারণে।

তার ছেলে আহসান হাবিবের জাতীয় পরিচয়পত্রে জন্ম সাল দেওয়া হয়েছে ১০ জুলাই ১৯৮২। অর্থাৎ আহসান হাবিবের জন্মের ২৫ দিন আগে তার বাবার জন্ম। এ নিয়ে বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বাবা ও ছেলেকে। তাজুল ইসলাম বলেন, ‘জেলা সমাজসেবা অফিসে বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম। পরিচয়পত্রে বয়স কম হওয়ার কারণে কর্মকর্তারা বাতিল করে দেন।

এ পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করতে পারছি না। সংশোধনের জন্য কয়েকবার জেলা নির্বাচন অফিসে গিয়েছি। তারা কিছুই করেনি।’ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এ বিষয়ে বলেন, তাজুল ইসলাম জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।
আরও পড়ূনঃ