ওএমএস কার্যক্রম উদ্বোধন,জেলায় আজ ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল১০ টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
মেহেরপুরে ওএমএস কার্যক্রম উদ্বোধন
জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর আয়োজিত ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
জেলার মেহেরপুর পৌরসভা এবং গাংনী পৌরসভায় ১২ জন ডিলার সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন ১৬ টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করবে। প্রতিদিন ৩ হাজার ২শ জন প্রত্যেকে ৫ কেজি করে ওএমএস এর চাল ক্রয় করতে পারবে।
আরো পড়ুনঃ
