১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম,মেহেরপুরে জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে গুটি ও বোম্বাই -জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

 

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

সোমবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে তালিকা প্রকাশ করা হয়। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় জেলা প্রশাসক আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

 

আরও পড়ুন:

১ thought on “১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম”

Leave a Comment