Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুরে ৯৯৯ এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

মেহেরপুরে ৯৯৯ এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা,মাদকাসক্ত ছেলের (৩৩) অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে কল করেন মা। এরপর পুলিশ বাড়িতে এসে ওই যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমববার রাতে মেহেরপুর শহরে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও ওই যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই যুবক তাঁর মায়ের কাছে দুই হাজার টাকা দাবি করেন। তবে যুবকের মা টাকা দিতে না চাইলে যুবক ক্ষুব্ধ হন। একপর্যায়ে মায়ের ওপর চড়াও হয়ে ঘরের আসবাব ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মা ৯৯৯–এ ফোন করে পুলিশের সাহায্য চান। পরে সদর থানার একটি দল এসে ছেলেকে আটক করে নিয়ে যায়।

 

মেহেরপুরে ৯৯৯ এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

 

মেহেরপুরে ৯৯৯ এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

ওই যুবকের মা দাবি করেন, তাঁর ছেলে মাদকাসক্ত। তিনি বলেন, ‘কোনো কিছু হলেই সে বাড়িঘর ও জিনিসপত্র ভাঙচুর করে। তাই এবার সহ্য করতে না পেরে ৯৯৯–এ কল দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ওই যুবককে গতকাল ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে খবর পাওয়া মাত্রই ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হন তাঁরা। পুলিশ এ ধরনের অপরাধ রোধে সব সময় তৎপর রয়েছে।

 

 

আরও পড়ুন:

Exit mobile version