Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

ভ্যানচালক হত্যা মামলায় বাবা ছেলে গ্রেফতার

ভ্যানচালক হত্যা মামলায় বাবা ছেলে গ্রেফতার,মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে আব্দুল আলিম নামের এক ভ্যানচালককে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়শুক্রবার (১২ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।গ্রেফতাররা হলেন ওই গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।

 

 

ভ্যানচালক হত্যা মামলায় বাবা ছেলে গ্রেফতার

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল চাচাতো ভাই ও ভাতিজার হাতে খুন হন ভ্যানচালক আব্দুল আলিম। একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আলিমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। এ মামলার এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। তারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।

 

আরও পড়ুন:

Exit mobile version