Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুরে ফসলের সঙ্গে শত্রুতা

মেহেরপুরে ফসলের সঙ্গে শত্রুতা,মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া মাঠে কালু মিয়া নামে এক কৃষকের ১০ কাঠা লাউয়ের জমি নষ্ট করেছে দুর্বৃত্তরাশুক্রবার (৫ মে) রাতে দুর্বৃত্তরা লাউগাছের গোড়া তুলে ও কেটে কৃষকের এই ক্ষতিসাধন করে। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  কৃষক আসাদুল ইসলাম কালু পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

 

 

মেহেরপুরে ফসলের সঙ্গে শত্রুতা


ভুক্তভোগী কৃষক কালু মিয়া জানান, তিনি একজন বর্গাচাষি। ২৫ হাজার টাকা খরচ করে তিনি লাউয়ের আবাদ করেন। লাউ বাজারজাত শুরু হয়েছিল মাত্র। এই সুবর্ণ
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সময়ে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে জানেন না তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, থানায় এখনও কেউ এ বিষয়ে অভিযোগ করেননি, ওই কৃষক অভিযোগ করলে বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
Exit mobile version