Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

পশু চিকিৎসক নিহত,মেহেরপুরে বাসচাপায় শামীম হোসেন নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম হোসেন  (৩০) মেহেরপুর সদর- উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

 

 

 

মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত


স্থানীয়- পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে ওঠার সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা শামিমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:
Exit mobile version