মেহেরপুর জেলার বিখ্যাত খাবার

আমাদের আজকের আলোচনার বিষয় মেহেরপুর জেলার বিখ্যাত খাবার।

মেহেরপুর জেলার বিখ্যাত খাবার:-

 

মেহেরপুর জেলার বিখ্যাত খাবার
ভবানন্দপুর মন্দির – মেহেরপুর জেলা

 

মেহেরপুরের রসকদম্ব বা মেহেরপুরের রসকদম হলো বাংলাদেশের মেহেরপুর জেলার একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এটি রাজশাহী অঞ্চলে উৎপন্ন মূল রসকদম্বের একটি সংস্করণ যা ভারতের মালদা জেলাতেও ভীষণ জনপ্রিয়। এর নাম রসকদম্ব হলেও এই মিষ্টিতে কোনো রস নেই। রসকদম্ব এবং এর পাশাপাশি সাবিত্রী নামক আরেকটি মিষ্টি সারাদেশে মেহেরপুর জেলার পরিচায়ক হয়ে উঠেছে।

রসকদম্বের উৎপত্তি মূলত রাজশাহী অঞ্চলে। এছাড়াও এটি চাপাইনবাবগঞ্জ জেলা এবং ভারতের মালদা জেলায়ও বেশ জনপ্রিয়। রসকদম্বের একটি নতুন সংস্করণ অর্থাৎ মেহেরপুরের রসকদম্বের উদ্ভাবিত হয় ব্রিটিশ রাজত্ব চলাকালীন ১৮৬১ সালে। অবিভক্ত ভারতের মেহেরপুরের কারিগররা রসকদম্ব মিষ্টিতে রসগোল্লার পুর দেওয়া শুরু করেন যার ফলে নতুন ঘরানার এই রসকদম্বের উৎপত্তি হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রায় দেড় শতাধিক বছর পূর্বে ১৮৬১ সালে ব্রিটিশ রাজত্বকালে মেহেরপুর শহরের জনৈক বাসুদেব, রসকদম্ব নামক এ মিষ্টি তৈরি করেন। খড়, টালি ও টিন দিয়ে নির্মিত তাঁর বাড়ির একাংশে মিষ্টির দোকানে তৈরি করেন এ মিষ্টি। সে অঞ্চলের জমিদার সুরেন বোসের জমিদার বাড়ির সিংহ ফটকের সামনে অবস্থিত ছিল বাসুদেবের সাবিত্রী এবং রসকদম্বের দোকান। জমিদার বাড়ির অতিথিদের সাবিত্রী আর রসকদম্ব দিয়ে আপ্যায়ন করা হতো। বর্তমানে ভারতের মালদা জেলায় যে ধরনের রসকদম্ব প্রচলিত তা মূলত এই মেহেরপুর ঘরানার রসকদম্ব।

 

মেহেরপুর জেলার বিখ্যাত খাবার
মুজিবনগর স্মৃতিসৌধ – মেহেরপুর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment