Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ছমির উদ্দীন আর নেই

জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলার সাবেক আমির ছমির উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

 

মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ছমির উদ্দীন আর নেই

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। ছমির উদ্দীনের ছেলে ডাক্তার তারিক মোহাম্মদ তাওয়াবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ অক্টোবর তার বাবা আমেরিকা থেকে দেশে ফিরেছেন।

 

 

গতকাল দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালে তার মায়ের কবর জিয়ারত শেষে বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছমির উদ্দীন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি দীর্ঘদিন কুয়েত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন। তিনি রাজনৈতিক জীবনে মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন। পরে দীর্ঘদিন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ছিলেন। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তার আকস্মিক মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শোক জানিয়েছেন।

 

আরও পড়ূনঃ

Exit mobile version