বাস ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে মারামারির জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ আছে। এতে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। আজ সন্ধ্যা ছয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বাস চলাচল বন্ধ ছিল।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা শহরে যাত্রী ওঠানো নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসচালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে গতকাল বিকেল থেকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ করে দেন কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়ন ও মেহেরপুর আঞ্চলিক বাস শ্রমিক সমিতির লোকজন। এতে সাধারণ মানুষ বিপাকে পড়েন।