চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইকচালকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে টানা পাঁচ দিনের মত সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সড়কে অবৈধ যান বন্ধে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত বাস চলাচল করবে না বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
টানা ৫ দিন মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ
মেহেরপুরের স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, আজ নিয়ে পাঁচ দিন বাস বন্ধ হয়ে আছে। ব্যবসার কাজে প্রায় চুয়াডাঙ্গা যেতে হয়। বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে করে সময়ের অপচয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ।
আরও পড়ূনঃ