টানা ৫ দিন মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইকচালকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে টানা পাঁচ দিনের মত সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সড়কে অবৈধ যান বন্ধে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত বাস চলাচল করবে না বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

টানা ৫ দিন মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ

 

মেহেরপুরের স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, আজ নিয়ে পাঁচ দিন বাস বন্ধ হয়ে আছে। ব্যবসার কাজে প্রায় চুয়াডাঙ্গা যেতে হয়। বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে করে সময়ের অপচয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ।

 

মেহেরপুর চুয়াডাঙ্গা

 

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সে কারণে আমরাও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি। যখন থেকে ধর্মঘট প্রত্যাহার হবে তখন থেকেই বাস চলাচল শুরু হবে।’

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানিয়েছেন, ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছিল। উপজেলা পর্যায়ের কোনো ইজিবাইক জেলায় আসতে পারবে না। জেলা শহরের ইজিবাইক উপজেলায় যাবে না। এভাবেই চলছিল।

হঠাৎ করেই ৫ আগস্টের পর থেকে সে নিয়ম না মেনে ইজিবাইকচালকেরা অবাধে যাতায়াত করে যাত্রী পরিবহন করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। যতদিন ইজিবাইক নিয়ন্ত্রণ না হবে ততদিন পর্যন্ত আমরা বাস চলাচল বন্ধ রাখব।’

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর মাত্র ২৫ কিলোমিটার সড়ক। এর মধ্যে ইজিবাইক চলাচল করায় বাসের যাত্রী কমে যাচ্ছে। সরকারকে রুটপারমিট দিয়ে বাস চলাচল করে। অথচ অবৈধ ইজিবাইক কোনো পারমিট ছাড়াই প্রধান সড়কে যাত্রী বহন করছে। এ ছাড়াও ইজিবাইকের কারণে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে ইজিবাইক চলাচল বন্ধ না করলে বাস চালানো সম্ভব হবে না। তবে প্রশাসন যদি আশ্বস্ত করে তাহলে বাস চলাচল শুরু করা যাবে।

আরও পড়ূনঃ

Leave a Comment