মেহেরপুরে হেরোইনসহ আটক ১ – মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের ৩১ হাজার ১৭০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ খায়রুল ইসলাম মিলন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মেহেরপুরে হেরোইনসহ আটক ১
শুক্রবার রাতে শহরের গোরস্থান পাড়ায় মিলনের বাড়ি থেকে তাকে আটক করে। আটক মিলন মৃত ফুরকান আলীর ছেলে। যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিলন তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচলনা করে। এসময় মিলনকে আটক করে।
তার স্বীকারোক্তির ভিত্তিতে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৩১ হাজার ১৭০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। আটক মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ূনঃ