২০২৪ সালে মেহেরপুরের আলোচিত ঘটনা

মেহেরপুরের আলোচিত ঘটনা – ২০২৪ সালে মেহেরপুরে সরকার পতন ও আওয়ামীলীগ নেতাদের আত্মগোপন ও গ্রেপ্তারের ঘটনা ছাড়াও বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আওয়ামীলীগের সাবেক মন্ত্রী ও গাংনীর সাবেক এমপি ডা. সাগরকে মনোনয়ন দেয়া, অনলাইন জুয়া, বোমা রেখে প্রাণ নাশের হুমকী, আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা, সড়ক ডাকাতি ও সার সংকটের বিষয়টি ছিল অন্যতম। গোটা বছর জুড়ে এসকল ঘটনা ছিল আলোচনায়। তবে কয়েকটি ঘটনা তদন্ত ও তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় প্রশাসনও বেশ সুনাম কুড়িয়েছে।

 

২০২৪ সালে মেহেরপুরের আলোচিত ঘটনা

গেল বছর জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে বেশ আলোনা সমালোচনা দেখা দেয়। দলীয় করণ ও পারিবারিকতন্ত্র ঘোষনা করার কারনে তৎকালীন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে দলীয় লোকজন তার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এদিকে গাংনী নির্বাচনী এলাকায় রাজনৈতিকভাবে এলাকায় পরিচিতি না থাকলে হঠাত অতিথী পাখি হিসেবে আত্মপ্রকাশ করেন ডা. সাগর। আওয়ামীলীগের সকলেই এ দুইজনের মনোনয়নে বিরোধিতা করলেও সকলকে হতাশ করে কেন্দ্র এদেরকেই মনোনয়ন দেয়। বিষয়টি কেও ভাল চোখে দেখেননি।

বছরের প্রথমে আলোচিত ঘটনা ঘটে মেহেরপুর আদালতে। ১৫ জানুয়ারী স্ত্রী সীমা খাতুনের দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে স্ত্রীকে ধাক্কা দিয়ে আদালতের তিনতলা ভবন থেকে ফেলে দেয়ার সময় সীমা স্বামী মামুনর রশীদকে জাপটে ধরে দুজনই নিচে পড়ে আহত হন। মামুনর রশীদ গাংনীর সহড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

গেল বছর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গাংনীতে আলোচনায় আসে বোমা রেখে প্রাণ নাশের হুমকী ও বোমা বিষ্ফোরণ। বেশ কয়েকটি স্থানে বোমা রেখে ব্যবসায়ি ও প্রবাসীর কাছে চাঁদা চাওয়া হয়। এক রকম আতংকিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তবে বোমার উৎস্য ও বোমা বাজদের আজো আটক করতে পারেনি পুলিশ।

কৃষি ক্ষেত্রে আলোচনায় ছিল সার সংকট। চাষিরা সার না পেয়ে বিক্ষোভ মানব বন্ধন করেন। তবে সার সংকটের কোন সমাধান হয়নি। তামাক কোম্পানী তামাক চাষিদের অন্যান্য বছর সার সরবরাহ করতো। চলতি বছরে সার না দেয়ায় চাষিরা খাদ্য পন্য উৎপাদন কাজে ব্যবহৃত সার তামাক আবাদে ব্যবহার করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গত ৩ অক্টোবর ও ২ নভেম্বর মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। দুই দিনে যাত্রিবাহী বাস ট্রাক অ্যাম্বুলেন্স ও লোকাল পরিবহনে দীর্ঘ সময় ধরে ডাকাতির ঘটনায় অনেকেই স্বর্বস্ব হারিয়েছে। আহত হয়েছেন পরিবহনের চালক ও তার সহকারী। এতে রাতে সড়কে চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটনায় পুলিশ চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও পোশাক।

১২ অক্টোবর জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গাংনীর ষানঘাট গ্রামের ওহিদুল ইসলাম মহিবুল তার বোন জোসনা খাতুন ও বড়ভাবী স্কুল শিক্ষক জাকিয়া খাতুন এলমাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। ঘটনার দিন সকালে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোন সালিশ বৈঠকে বসেন। এসময় রাগান্বিত হয়ে ওহিদুল ইসলাম মহিবুল এ খুনের টনা ঘটায়।

বাজারদরের বিষয়টিও ছিল বেশ আলোচনায়। সবজিসহ সকল পন্যের দাম ছিল সাধারন মানুষের নাগালের বাইরে। বাজার নিয়ন্ত্রণে তেমন কোন পদক্ষেপ না থাকায় কৃত্রিম সংকটের অজুহাতে ব্যবসায়িরা সকল পন্যের দাম বৃদ্ধি করে। সে সময় প্রশাসন বাজার দর নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথা জানালেও অজ্ঞাত কারনে তা করেন নি।

অপর একটি আলোচনা ছিল গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফোরলেন বাস্তবায়ন। জেলা পরিষদ থেকে লীজ নেয়া যাত্রী ছাউনিতে ফলের দোকান করেন মেসার্স মালেক স্টোর। ব্যবসা প্রতিষ্ঠান না সরিয়ে সরকারের নামে মামলা করায় ফোরলেন বাস্তবায়ন থমকে যায়। এনিয়ে মানব বন্ধন ও মিছিল মিটিং করেন স্থানীয় জনগন। পরে মালেক স্টোর স্থানান্তর হলেও আরেক ফল ব্যবসায়িকে হঠাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ফোরলেন বাস্তবায়ন এখনও সংকটে।

 

আরও পড়ূনঃ

Leave a Comment