ইজিবাইক চালক ও বাস চালকদের দ্বন্দ্বের জের ধরে তৃতীয় দিনের মতো মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
তৃতীয় দিনের মতো মেহেরপুরে-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ রটে বাস চলাচল বন্ধ করে দেয় চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের নিয়ে সমঝোতায় বসার পরও কোন সমাধান মেলেনি বলে জানিয়েছে মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যস্থলে পৌঁছাতে একমাত্র ভরসা বিভিন্ন অবৈধ যান। তাতেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
মতিয়ার রহমান জানান, ইজিবাইক চালক ও চুয়াডাঙ্গা বাস মালিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। আমাদের বাসগুলো চুয়াডাঙ্গা সীমানার মধ্যে যেতে পারছে না। ফলে বাস – চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি চুয়াডাঙ্গা মালিক সমিতির ব্যাপার। তারা বাস চলাচলের অনুমতি দিলেই মেহেরপুরে বাস চলাচল শুরু হয়ে যাবে।
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান জানান, বিষয়টি চুয়াডঙ্গা জেলা প্রশাসকের বিষয়। আমাদের মধ্যে হলে উভয় পক্ষকে নিয়ে একটি সমাধানে আসা যেত। এখন আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ওপর নির্ভর করে থাকতে হবে। তবে বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হবে।